তাইওয়ানের ভোটাররা তাদের জন্য নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ১৩ই জানুয়ারি ভোট দিতে যাচ্ছেন। যে ভোটের দিকে বেশ গভীরভাবে তাকিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন!
প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি’র সাই ইং-ওয়েন। চীন এই রাজনৈতিক দলকে বিচ্ছিন্নতা বাদী হিসেবে দেখে থাকে। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর সংবিধান অনুসারে সরে দাঁড়াচ্ছেন সাই ইং-ওয়েন। ডিপিপি অন্যদের সাথে জোট বেঁধে ১১৩ সদস্যের আইনপ্রণেতাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখার আশা করছে, তাহলে আইন তৈরি, বাজেট, যুদ্ধ ঘোষণা এবং কূটনৈতিক সমস্যা সমাধানের ক্ষমতা তাদের হাতেই থাকবে।
তিনজন প্রাপ্তি তালিকার নাম লাই চিং-তে, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি), হউ ইয়ো-ই, কুমিনতাং (কেএমটি), কো ওয়েন-জে, তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) চীনের সাথে তাইওয়ানের চলমান উত্তেজনার মধ্যেও, নানান গবেষণা বলছে তাইওয়ানের জনগণ মনে করে অর্থনৈতিক উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২০২৩ সালে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের কর্মকর্তাদের পরিচালিত এক জরিপে দেখা যায় ৩৪.২ শতাংশ লোক চায় যে তাদের পরবর্তী প্রেসিডেন্ট অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিক।
চীন-তাইওয়ান সম্পর্ক এর চেয়ে অনেক পিছিয়ে ১৮.১ শতাংশ নিয়ে ২য় স্থানে। স্বল্প বেতন, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী ও শ্রমিকদের মধ্যে সবকিছুর উচ্চ মূল্য ও বাড়ির মূল্য দিনদিন বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক হতাশা।
তাইওয়ান গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কেন?
জাতিসংঘ তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং সারা বিশ্বের মাত্র ১২টি দেশ এই স্বীকৃতি দিয়েছে (প্রধানত দক্ষিণ অ্যামেরিকা, ক্যারিবীয় ও ওশেনিয়া অঞ্চলের দেশ)।
বিশ্বের বেশির ইলেকট্রনিক যন্ত্রপাতি যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি – ফোন থেকে ল্যাপটপ, ঘড়ি, গেম কনসোল – এসবই তাইওয়ানের তৈরি কম্পিউটার চিপসের সাহায্যে চলে।
এদিক থেকে তাইওয়ানের শুধু একটা কোম্পানি – দ্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারিং কোম্পানি বা টিএসএমসি - সারা বিশ্বের অর্ধেক বাজার নিয়ন্ত্রণ করে। টিএসএমসিকে তাই বলা হয় “ফাউন্ড্রি” - এমন একটা কোম্পানি যারা চিপস ভোক্তা ও সামরিক ক্রেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বিরাট বড় শিল্প, ২০২১ সালের হিসেবে প্রায় ১০০ বিলিয়ন ইউএস ডলার।
বিগত বছরগুলোতে ওয়াশিংটন রপ্তানি নিয়ন্ত্রণ ও অন্যান্য নানা নিষেধাজ্ঞার মাধ্যমে চেষ্টা চালাচ্ছে যাতে প্রযুক্তিক্ষেত্রে চীনের প্রবেশাধিকার কমে আসে এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ তাদের মিত্ররা মাইক্রোচিপ তৈরিতে আরও এগিয়ে যেতে পারে।
তাইওয়ানে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বেইজিংকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ এনে দিতে পারে।
৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘পারিয়া’। পথ সারমেয়দের নিয়ে এই পারিয়া পরিচালক তথাগত মুখোপাধ্যায়। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই দর্শকের ভালোবাসায় বেড়েছে হল সংখ্যাও। কিন্তু নন্দনের অসহযোগিতার মুখে এবার পারিয়া। রাজ্য সরকার পরিচালিত এই প্রেক্ষাগৃহের বিরুদ্ধে অভিযোগ আনলেন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পারিয়া’র নির্মাতারা।
পারিয়া’ পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন। শুক্রবার থেকে নন্দনে শুরু হচ্ছে শহরের প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব। উৎসবের জন্য আগামী এক সপ্তাহ নন্দন-২ বন্ধ রাখা হয়েছে। ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানালেন, তাঁর ছবি যে তুলে নেওয়া হয়েছে, তা তিনি জানতে পারেন দর্শকদের থেকে। পরিচালক তথাগত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘গোটা ঘটনায় আমরা আশাহত, মর্মাহত। আমাদের গোটা টিম খুবই ভেঙে পড়েছে। কারণ আমাদের সিনেমা সবে ‘পিক আপ’ নিতে শুরু করেছে'। ছবিটি যে নন্দন-১ এর পরিবর্তে নন্দন-২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছিল, তা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক।
প্রায় একই অভিযোগ 'বিজয়ার পরে' সিনেমার পরিচালক সদ্য বহু পুরস্কারে সন্মানিত অভিজিত শ্রীদাসের! শ্রীদাস বলেন " নতুন পরিচালক অভিজিৎ শ্রীদাস জানিয়েছেন "তার ছবি বিজয়ার পরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাফল্য আনার পরেও এবং দর্শকদের মধ্যে উৎসাহ থাকা সত্ত্বেও ছবিটিকে নন্দন ১ এ দেওয়া হয়নি। নন্দন ২ তে দেওয়া হলেও ছবিটি প্রাইম টাইম পায় নি। পরিচালকের মতে যে ছবি দর্শক দেখতে চাইছেন, চলচ্চিত্র উৎসবে সাফল্য পাচ্ছে তাকে প্রাইম টাইম না দেওয়া এবং নতুন পরিচালকদের প্রতি নন্দন কর্তৃপক্ষের এই হতাশাব্যাঞ্জক আচরণ যথেষ্ট দুঃখজনক। এবং ভবিষ্যতে ভালো ছবি তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রযোজক এবং পরিচালকদের মধ্যে সংশয় তৈরি হতে পারে।
ষষ্ঠবারের জন্য সংসদে অন্তর্বর্তী কালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সামনে লোকসভা ভোট, তাই এই বাজেট তাৎপর্যপূর্ণ!
অন্তর্বর্তীকালীন বাজেটে সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৯ থেকে ১৪ বছর বয়সীদের এই টিকা নিতে বলা হয়েছে!
এবার কেন্দ্র সৌর বিদ্যুৎ পরিষেবায় জোর দিয়েছেন।এক কোটি বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল। বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন এই পরিবারের সদস্যরা। নতুন কর কাঠামো অনুযায়ী, বছরে ৭লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না এক টাকাও কর।
গরীব, মহিলা, যুব সমাজ ও অন্নদাতা (কৃষক) সমাজের এই চার স্তরের মানুষের উন্নতিতে বদ্ধপরিকর সরকার। কারণ, এদের উন্নতি না হলে কোনও সরকার এগোতে পারে না। অন্তর্বর্তীকালীন বাজেটে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অন্তর্বর্তীকালীন বাজেট মহিলাদের স্বাস্থ্যবিমার দিকে নজর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।
ভারতীয় রেলের সব থেকে দ্রুত ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও বড় আপডেট জানা গিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে ৪০,০০০ সাধারণ ট্রেনের বগিকে বন্দে ভারতের বগি হিসেবে গড়ে তোলা হবে। যার ফলে দেশের রেল পরিকাঠামোতে বন্দে ভারতের বগি সরবরাহ করতে অনেক বেশি সুবিধা হতে চলেছে।
২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক প্রবৃদ্ধির হার ৫.১ শতাংশ হবে।
দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। মধ্যবিত্তরাও ঘুরতে যাচ্ছেন। ধর্মীয় ট্যুরিজম হচ্ছে। লাক্ষাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে ট্যুরিজম তৈরি করা হবে। ২০১৪ থেকে ২০২৪ বিদেশি বিনিয়োগ ছিল ৫৯৬ কোটি ডলার, যা ২০০৫ থেকে ২০১৩ সালের বিনিয়োগের দ্বিগুণ ছিল।
টেক স্যাভি যুব সমাজের জন্য স্বর্ণযুগ হবে। ১ লক্ষ কোটির কর্পাস তৈরি হবে। ৫০ বছর সুদ মুক্ত ঋণ দেওয়া হবে। দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে, যার সুদ নামমাত্র বা থাকবেই না। নতুন প্রকল্প আনা হবে প্রতিরক্ষা খাতে।
কৃষকদের আয় বাড়ানো হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা ৩৮ লাখ কৃষক উপকৃত হয়েছেন। মাইক্রো ফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। উৎপাদন ও আয় বাড়ানো হবে কৃষকদের। এর জন্য মর্ডান স্টোরেজ, প্রাইভেটাইজেশন করা হবে।
ভারত ঘোষণা করেছে ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকনমিক করিডর। ওই করিডর হবে ভারতের জন্য গেম চেঞ্জার। আগামী ১০০ বছরের বাণিজ্যে যার প্রভাব থাকবে।
বাজেট পেশের আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁকে মিষ্টিমুখ করান রাষ্ট্রপতি মুর্মু।
Copyright © 2024 THE_BENGAL_BULLETIN - All Rights Reserved.
In a moment that resonated with pride and emotion, veteran actor Mithun Chakraborty was conferred the prestigious Dadasaheb Phalke Award for 2024. With an illustrious career spanning over four decades, Mithun da's iconic roles have left an
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.